ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশনের মহাসচিব নির্বাচিত হলেন আনিছুর রহমান

Jan 8, 2025 - 22:40
Jan 8, 2025 - 22:54
 0  8
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশনের মহাসচিব নির্বাচিত হলেন আনিছুর রহমান
মো: আনিছুর রহমান

ন্যাশনাল ডেস্ক: ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন (WHRO) এর চেয়ারম্যান মহিউদ্দিন আমিন স্বাক্ষরিত এক চিঠিতে অত্র প্রতিষ্ঠানের মহাসচিব হিসেবে মোঃ আনিছুর রহমানকে মনোনীত করা হয়। মোঃ আনিছুর রহমান দৈনিক আমাদের দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং আইপি টিভি গণ টেলিভিশনের চেয়ারম্যান। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন (WHRO) এর চেয়ারম্যান মহিউদ্দিন আমিন স্বাক্ষরিত চিঠিতে আরও উল্লেখ করা হয় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন (WHRO) সারা বাংলাদেশ এবং বহির্বিশ্বে নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কর্মকান্ড পরিচালনায় সকল স্তরে মানবাধিকার লংঘনের বিরোদ্ধে পারিবারিক, সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তুলে মানবাধিকার বাস্তবায়ন, উন্নয়ন এবং অধিকার বঞ্চিত মানুষের মৌলিক, সামাজিক, পারিবারিক অধিকার সুরক্ষা, সরকার কৃর্তক দেওয়া নাগরিক সুযোগ সুবিধা প্রাপ্তির আইনগত সহায়তাদান ও সংরক্ষনের কাজে নিয়োজিত রয়েছে। WHRO’র এর কর্মকান্ড গতিশীল করার লক্ষ্যে মোঃ আনিছুর রহমানকে মহাসচিব দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি হিসেবে মনোনয়ন পূর্বক অনুমোদন প্রদান করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে WHRO এর মহাসচিব আনিছুর রহমান বলেন মহাসচিব হিসেবে WHRO লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি, কার্যক্রম পরিচালনার সাথে প্রতিটি অসহায় নির্যাতিত নারী, পুরুষ, তথা ধর্ম, বর্ণ, গোত্র, জাতি-উপজাতি নির্বিশেষে সমভাবে সাহায্য পাবে এবং মানবাধিকার লংঘনে যে কোন কর্মকান্ড প্রতিরোধে আমার প্রতিবাদী ভূমিকা থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow