কালিগঞ্জের কৃষ্ণনগর কৃষি ব্যাংকে হিসাব খোলার ক্যাম্পেইন

Feb 16, 2025 - 19:46
Feb 16, 2025 - 20:26
 0  10
কালিগঞ্জের কৃষ্ণনগর কৃষি ব্যাংকে হিসাব খোলার ক্যাম্পেইন
কালিগঞ্জের কৃষ্ণনগর কৃষি ব্যাংকে হিসাব খোলার ক্যাম্পেইন

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষ্ণনগর শাখার উদ্যোগে হিসাব খোলার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 'কৃষি ব্যাংকে হিসাব খুলুন, আমানত নিরাপদে রাখুন' স্লোগানে রোববার বিকেল সাড়ে ৪টায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের হলরুমে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

কৃষ্ণনগর শাখা ব্যবস্থাপক আ.ন.ম আরিফ রওশন এর সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ডিজিএম ও সাতক্ষীরার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস.এম. এ কাইয়ুম।

সিনিয়র অফিসার রনজিৎ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ব্যাংকের কর্মকর্তা তৌহিদুর রহমান, উত্তম কুমার মন্ডল, সুমেত গাইন প্রমুখ।

গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সরদার মোস্তফা আলী, জাবেদ আজাদ, আব্দুর রাজ্জাক, মহিউদ্দিন সরদার, নাহিদ ইসলাম টুটুল, তপন কুমার রায় প্রমুখ।

 প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বলেন, কৃষি ব্যাংক গণমানুষের ব্যাংক হিসেবে সর্বস্তরের জনগণের আস্থা অর্জন করেছে। কৃষি ব্যাংক সেবার মানে এগিয়ে রয়েছে। এছাড়া মুনাফার হার বেশী হওয়ায় কৃষি ব্যাংকে হিসাব খোলার জন্য বক্তারা সবার প্রতি আহবান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow