শ্যামনগরে পাখিমারা মহিলা মাদ্রাসার জালজালিয়াতির তদন্ত বিলম্বিত

Jan 20, 2025 - 21:16
 0  2
শ্যামনগরে পাখিমারা মহিলা মাদ্রাসার জালজালিয়াতির তদন্ত বিলম্বিত

ন্যাশনাল ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাখিমারা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের নিয়োগের জালজালিয়াতির অভিযোগের বিষয়ে ও জোর পূর্বক পদত্যাগ পত্র গ্রহণ বিষয়ে তদন্ত বিলম্বিত করার অভিযোগ পাওয়া গেছে।

 সূত্রে প্রকাশ, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের আর ১৭৯১, তাং- ২১/১১/২০২৪ খ্রী এর আলোকে বিষয়টি যথাযথ ভাবে তদন্ত করার নির্দেশ দিলেও তা বিলম্বিত করা হচ্ছে। পাখীমারা আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসায় মাছুরা খানম (সহকারী শিক্ষিকা কম্পিউটার), সালমান হোসেন (অফিস সহকারী), মোঃ আব্দুস সালাম (নিরাপত্তা কর্মী), এর নিয়োগ বোর্ডের ফলাফল শীট, নিয়োগপত্র, যোগদান পত্র, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র, কম্পিউটার পাশ সনদ, নিয়োগ সংক্রান্ত সকল রেজুলেশানের কপি, সাবেক অফিস সহকারী সিরাজুল ইসলামের পদত্যাগ সংক্রান্ত যাবতীয় রেজুলেশান, ডিজি প্রতিনিধি চিঠি ও নিয়োগ বিজ্ঞপ্তির মূল পত্রিকা তদন্তের স্বার্থে চাওয়া হলেও সাড়া মেলেনি।গত ১০/১২/২০২৪ তরিখের মধ্যে এ সকল কাগজ পত্রাদী জমাদানের নির্দেশক্রমে অনুরোধ করা হলেও তা উপেক্ষিত।

 এ বিষয়ে তদন্ত ১১/১২/২০২৪ বুধবার বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয়ে তদন্ত ধার্য করার দিন ধার্য থাকলেও অজ্ঞাত কারনে তা হয়নি।

এ দিকে তথ্য অনুসন্ধানে জানা গেছে, এ মাদ্রাসায় ১১ জন শিক্ষক-কর্মচারীর নিয়োগ অবৈধ বা জাল জালিয়াতি, যা তদন্ত করলে জানা যাবে। অদৃশ্য শক্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মুহাম্মদ (তেজারত) যথাযথ তদন্ত না করার অভিযোগ উঠেছে। তিনি জানান, অতি সত্বর যথাযথ তদন্ত করা হবে। মাদ্রাসার সুপারঃ মাওলানা রেজাউল করিম জানান, বিষয়টি খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow