কালিগঞ্জের নলতায় কচি-কাঁচার মেলায় ছড়া পাঠের আসর

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট সাংবাদিক এবং শিশু সাহিত্যিক রোকনুজ্জামান খান’র জন্মশত বার্ষিক পালন উপলক্ষে ৭ এপ্রিল সোমবার বিকেল সাড়ে ৪টায় শিশু কিশোরদেরকে নিয়ে ছড়া পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল বারী আল বাকীর সভাপতিত্বে সম্মানিত অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবর রহমান, নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত কুমার স্বর্ণকার, কেবি আহ্ছানউল্লা জুনিয়র হাইস্কুলের শিক্ষক ব্রজ কুমার ঘোষ, কচি-কাঁচার মেলার সাধারণ সম্পাদক বাবলুর রহমান, ব্যবসায়ী বদরুল আহ্ছান বাবু, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক মামুন বিল্লাহ, সঙ্গীত শিক্ষক সুব্রত সরকার ও মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
কেবি আহ্ছানউল্লা জুনিয়র হাস্কুলের শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
শিক্ষার্থীদের মধ্যো ক-গ্রুপে আলফিসাহরিন ফারিয়া-১ম, আলিসা অরিন-২য়, আফনান মালিহা-৩য়। খ-বিভাগে অনিয়া আহ্ছানি-১ম, রত্নদ্বীপ ঘোষ- ২য়, জোবায়ের আহমেদ-৩য়। গ-বিভাগে সৈয়দ তাহসিন ইসলাম-১ম, আরজু আহ্ছান স্পর্শ- ২য় ও অনুস্কা ঘোষ- ৩য় স্থান অধিকার করে।
What's Your Reaction?






