কালিগঞ্জ উপজেলা সদরে দিনদুপুরে শিক্ষক দম্পতির বাড়িতে দু:সাহসিক চুরি

Jan 13, 2025 - 21:53
Jan 13, 2025 - 21:53
 0  3
কালিগঞ্জ উপজেলা সদরে দিনদুপুরে শিক্ষক দম্পতির বাড়িতে দু:সাহসিক চুরি
দিনদুপুরে শিক্ষক দম্পতির বাড়িতে চুরি সংঘটিত

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত শিক্ষক দম্পতির বাড়িতে দিন দুপুরে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলার বাজারগ্রাম রহিমপুর এলাকার সহকারী অধ্যাপক মহসিন আলীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। 

কালিগঞ্জের ডি আরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক মহসিন আলী (৪৮) জানান, তিনি এবং তার স্ত্রী দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহেনা পারভীন সকাল ৯টার দিকে নিজ নিজ কর্মস্থলে যান। এ সুযোগে চোরচক্র বাড়ির প্রাচীর টপকিয়ে দো'তলায় ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। দুপুর ২ টার পরে বাড়ি এসে তিনি আসবাবপত্র ভাংচুর ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। বাড়িতে রক্ষিত ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow