কালিগঞ্জে সাংবাদিক মিজানুর রহমান আর নেই, শোক
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আব্দুল জলিল সরদারে ছেলে সাংবাদিক মিজানুর রহমান (৪৮) আর নেই।
সোমবার (১৩জানুয়ারী) ভোর ৫ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার আছরের নামাজের পরে আরামনগর সরদার বাড়ী জামে মসজিদ ও ঈদগাহ ময়দানে মাও:আব্দুল্লাহ আল মামুনের ইমামতিতে জানাজা নামাজ সম্পন্ন হয়।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মিজানুর রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মিজানুর রহমান ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ডেসটিনি ও সাতক্ষীরা থেকে প্রকাশিত আজকের সাতক্ষীরা পত্রিকায় দায়িত্ব পালন করছিলেন।
সাংবাদিক মিজানুর রহমানের মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব, কৃষ্ণনগর প্রেসক্লাব, নলতা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
What's Your Reaction?