কালিগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে আলোচনা সভা ও ইফতার

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রী কলেজে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০মার্চ) কলেজের হলরুমে ইফতার মাহফিলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ শহিদুল আলম। তিনি বলেন, মহান আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে আজ আমরা এখানে সমবেত হতে পেরেছি। দেশ থেকে স্বৈরশাসক পতনের পর সারা দেশে শান্তিপূর্ণভাবে সকল আনুষ্ঠান করা সম্ভব হচ্ছে। এরই অংশ হিসেবে আজ আমরা এখানে সমবেত হতে পেরেছি। কিন্তু পতিত ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য একটি মহল এখনও চেষ্টা চালাচ্ছে। তিনি এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানান।
ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুন্নবী খানের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ নজরুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য ও নলতা ইউনিয়ন বিএনপি'র সভাপতি রফিকুল ইসলাম খোকন, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক কাজী আলী আজম, শিক্ষক আবুল ফজল, সাংবাদিক রফিকুল ইসলামসহ কলেজের শিক্ষক-কর্মচারী, বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






