‘বেঁচে থাকা অঞ্জনাদের প্রতিদিন মৃত্যু হয়’

Jan 5, 2025 - 15:33
 0  8
‘বেঁচে থাকা অঞ্জনাদের প্রতিদিন মৃত্যু হয়’
অঞ্জনা রহমান

অনলাইন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানের মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। তার চলে যাওয়া ব্যথিত করেছে সহকর্মী ও ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে এই নায়িকাকে স্মরণ করে অনেক তারকাই জানিয়েছেন শোক। এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু অঞ্জনাকে নিয়ে দিলেন আক্ষেপের একটি স্ট্যাটাস।

ব্যাকগ্রউন্ড কালো করে মনিরা অঞ্জনাকে স্মরণ করে লিখেছেন, ‘বেঁচে থাকা অঞ্জনাদের প্রতিদিন মৃত্যু হয়। মরার পর খবর হয়। শেষ প্রাপ্তি হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ অল্প কথার তার এই স্ট্যাটাস মুহূর্তেই অনেকের নজর কারে। এর আগে এই নায়িকাকে নিয়ে শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, জায়েদ খানসহ অনেক তারকাই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন।

শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জনা। এরপর শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে তাকে নেওয়া হয়। সেখানে এই শিল্পীর দীর্ঘদিনের সহকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী এ নায়িকা। এর মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- সুখের সংসার, যাদু নগর, সখী তুমি কার, নেপালী মেয়ে, রাখে আল্লাহ মারে কে, একই রাস্তা, অঙ্কুর, মাধবীলতা, জবরদস্ত, জিদ্দী, আশীর্বাদ, শাহী কানুন, রূপসী বাংলা, বাপের বেটা, মরুর বুকে, প্রমাণ, বিক্রম, আকাশপরী, রাজার রাজা, বিধিলিপি, দিদার, আনারকলি, অগ্নিপুরুষ, টার্গেট, আন, মহারাজ, মানা, আশার প্রদীপ, প্রতিরোধ, বেদনা, সোনার পালঙ্ক, চোখের মনি, প্রেমের সমাধি, ঈমানদার, অংশীদার, সুখ, দোজখ ইত্যাদি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow