আমাদের বাংলাদেশের ‌'আলিয়া ভাট’

Jul 2, 2025 - 16:57
 0  5
আমাদের বাংলাদেশের ‌'আলিয়া ভাট’
আলিয়া ভাট ও সাদিয়া আয়মান। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানকে নিয়ে দর্শকরা সম্প্রতি শিরোনামের এই মন্তব্যটি করেছেন। যা তিনি নিজেই জানিয়েছেন কালবেলার তারাবেলা অনুষ্ঠানে এসে ।  

সাদিয়া আয়মান কালবেলার সাপ্তাহিক অনুষ্ঠান তারাবলোর-৭৬তম পর্বে অতিথি হয়ে আসেন। সেখানে তার সদ্য মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমার ব্যাপক সফলতা, নিজের ব্যক্তিগত জীবন ও কাজের বিষয়ে কথা বলেন। এ সময় উপস্থাপিকা তার কাছে জানতে চান দেশ ও দেশের বাইরে কাদের কাজ অনুসরণ করেন তিনি।  উত্তরে সাদিয়া বলেন, ‘আমি জয়া আপুর কাজ দেখি। তার কাজ সম্পর্কে জানতে ভালো লাগে। এরপর বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের অভিনয় ভালো লাগে।’ তখনই সাদিয়া জানান, অনেকেই তাকে ‘বাংলাদেশের আলিয়া ভাট’ বলে সম্বোধন করেন।

 এরপর বিষয়টি নিয়ে সাদিয়া বলেন, ‘‘সম্প্রতি ‘উৎসব’-এর একটি শো দেখতে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলাম। সেখানে দর্শক আমাকে দেখে মন্তব্য করে ‘আমাদের বাংলাদেশের আলিয়া ভাট এসেছে’। এ ছাড়া সামাজিক মাধ্যমেও অনেকে এমনটা বলেন। বিষয়টি আমি প্রশংসা হিসেবেই দেখি।”  এবারের ঈদে নির্মাতা তানিম নূরের পরিচালনায় ‘উৎসব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সাদিয়া আয়মানের। তার অভিনয় দর্শক মহলে ব্যাপক প্রশংসাও কুড়িয়েছে। সিনেমায় সাদিয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি ও সৌম্য জ্যোতিসহ একঝাঁক তারকা।  -সূত্র: কালবেলা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow