শ্যামনগরে বাল্যবিবাহ নিরসনে বিশেষ কর্মশালা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বাল্যবিবাহ নিরসনে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারী (সোমবার) শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং বেসরকারি প্রতিষ্ঠান ওয়াল্ড ভিশনের নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ওয়াল্ড ভিশননের অপারেশন ম্যানেজার কোহু হাগিডাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউর রহমান, থানা ওসি তদন্ত ফকির তাইজুর রহমান,উপজেলা এনজিও সমন্বয়ক আল ইমরান, সাংবাদিক শেখ আফজাল।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদুল আলম, আমজাদুল ইসলাম সহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতার কারণসমূহ খুঁজে বের করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর প্রতি সহিংসতা নিরাসনে করণীয় বিষয়ক একটি কার্যকর কর্ম পরিকল্পনা তৈরী ও বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
What's Your Reaction?