আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ হোসেন আলীকে বিদায় সংবর্ধনা

Jan 24, 2025 - 20:41
 0  3
আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ হোসেন আলীকে বিদায় সংবর্ধনা

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ হোসেন আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার রাজকীয় প‌রি‌বে‌শে কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত বিদায়ী অতিথি মোঃ হোসেন আলী।

প্রভাষক জহুরুল ইসলাম ও শিরিন বাহার যুথির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর ও কলেজের অবসর প্রাপ্ত শিক্ষকমন্ডলী। 

অনুষ্ঠানে কলেজের প্রভাষক মিজানুর রহমান, প্রভাষক জাকির হোসেন ভুট্ট ও প্রভাষক আঃ মালেক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে উপহার সামগ্রী তুলে দেন শিক্ষক-কর্মচারীবৃন্দ। সবশেষে বিদায়ী অধ্যক্ষ হোসেন আলী নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব প্রাপ্ত অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ছহিল উদ্দীনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠান শেষে কলেজের পক্ষ থেকে প্রাইভেট কার শোভাযাত্রা সহকারে বিদায়ী অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে তাঁর বাস ভবনে পৌঁছে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow