সাতক্ষীরার কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ

Sep 20, 2025 - 17:03
Sep 20, 2025 - 17:07
 0  24
সাতক্ষীরার কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ
বৃক্ষের চারা বিতরণ করছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল

মো. জাহাঙ্গীর আলম: সাতক্ষীরার কালিগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করেছে গণমাধ্যমকর্মীদের অন্যতম সংগঠন ‘রিপোর্টার্স ক্লাব’।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

রিাপার্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের সভাতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এ সময় তিনি বলেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্যরা বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। মানুষের জীবন রক্ষায় গাছের অবদান অপরিসীম। গাছ শুধু বেঁচে থাকার জন্য অক্সিজেন সরবরাহ করে না, পুষ্টির চাহিদা পূরণসহ আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলে। তিনি গণমাধ্যম কর্মীসহ সমাজের সকল সচেতন মানুষকে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদারে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা।

 

রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি যথাক্রমে আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, সহকারী অধ্যাপক জেহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, অর্থ সম্পাদক মো. শের আলী, সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য রেদওয়ান ফেরদাউস রনি, এস এম আরিজুল ইসলাম, সদস্য শেখ শরিফুল ইসলাম, আবু বক্কর সিদ্দীক, মো. জাহাঙ্গীর আলম, মিয়ারাজ হোসেন, শেখ আরিফুজ্জামান রাজু, মীম ইসলাম, সাংবাদিক ইয়াসিন আলী, কুশলিয়া ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ডের সভাপতি শেখ আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইসমাইল হোসেন প্রমুখ।

 

এ সময় প্রায় অর্ধশত ব্যক্তির প্রত্যেককে একটি করে গোবিন্দভোগ আমের চারা, একটি পেয়ারা, একটি লেবু ও একটি সুপারীর চারা প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow