বাগেরহাটে পুকুর থেকে গলায় রশি ও শরীরে ইট বাঁধা নারীর মরদেহ উদ্ধার

Feb 4, 2025 - 23:51
Feb 7, 2025 - 22:30
 0  9
বাগেরহাটে পুকুর থেকে গলায় রশি ও শরীরে ইট বাঁধা নারীর মরদেহ উদ্ধার
এই পুকুর থেকে উদ্ধার হলো নারীর মরদেহ

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে পুকুর থেকে সুমাইয়া সারমিন (৩১) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়পুর গ্রামের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি নড়াইল জেলা সদরের আলাদাদপুর এলাকার মৃত করিম মোল্লার মেয়ে সুমাইয়া শারমিন বৃষ্টির। তার ১০ বছরে একটি ছেলে সন্তান রয়েছে।

 ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পারিবারের লোকজন থালাবাসন ধোয়ার জন্য পুকুরে যান। এ সময় পুকুরে দুটি পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে জানান। পরে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ সময় মরদেহের গলায় কালো রশি দিয়ে ফাঁস দেওয়া ও শরীরে ইট বাঁধা ছিল। নিহতের পরনে জামা-পাজামা, লাল ওড়না ও বোরখা পরিহিত ছিল। পায়ে মোজা ও কাঁধে একটি সাইড ব্যাগ ছিল। ব্যাগে পাওয়া একটি চিরকুটের সূত্রধরে তাঁর পরিচয় পাওয়া যায়।

 তিনি আরও বলেন, মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow