সৈয়দপুরে সহস্রাধিক গরীব রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা

Jan 3, 2025 - 19:22
Jan 3, 2025 - 19:22
 0  6
সৈয়দপুরে সহস্রাধিক গরীব রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা
বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন গরীব রোগী

নীলফামারী জেলা প্রতিনিধি : সৈয়দপুরের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সহস্রাধিক অসহায় ও দুস্থ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) “গরিব চিকিৎসা সেবা” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন শহরের জিআরপি ক্লাবে ওই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে। এতে ২০ জন্য বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। ওই ক্যাম্পে রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ব্যবস্থাপত্রের পাশাপাশি বিনামুল্যে ওষুধপত্র প্রদান এবং ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। সকালে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই- আলম সিদ্দিকী। আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. শেখ নজরুল ইসলামের সভাপত্বিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমান। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে গরীব চিকিৎসা সেবার প্রধান উপদেষ্টা ডা. শেখ নজরুল ইসলামের নেতৃত্বে ডা. মাহেরুখ সাদী হেনা, ডা. মো. রাইসুল কবির, ডা. আফসানা জাহান, ডা. জুলেখা আহমেদ নেহা, ডা. তারেকসহ মেডিসিন, হৃদরোগ, ডেন্টাল, নাক-কান- গলা, চক্ষু, প্রসূতি ও নারী স্বাস্থ্য, ফিজিওথেরাপিসহ ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও ইসিজি এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমান জানান, সারা বছরই সংগঠনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার গরীব বিভিন্ন রোগীদের চিকিৎসা ও ওষুধ প্রদান করে থাকি। তবে এবারে বৃহৎ পরিসরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমাদের এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শহরের সুনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকরা বিনা পারিশ্রমিকে সহযোগিতা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow