'সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না': মন্ত্রী পরিষদ সচিব ড. আব্দুর রশিদ

Feb 1, 2025 - 19:06
 0  15
'সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না': মন্ত্রী পরিষদ সচিব ড. আব্দুর রশিদ

বিশেষ প্রতিনিধি: মন্ত্রীপরিষদ সচিব ড. আব্দুর রশিদ বলেছেন, রাস্তা-ঘাট নির্মাণসহ সকল সরকারি প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবেনা।

শনিবার (১ফেব্রুয়ারী) দুপুরে কালিগঞ্জের খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় এবং সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ড. আব্দুর রশিদ আরও বলেন, দেশের উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে। পাশাপাশি দেশের আইন-কানুন মেনে চলতে হবে। তাহলে দেশ শান্তির দেশ হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাতক্ষীরা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অণুজা মন্ডল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ছাত্র সমন্বয়ক শেখ রাকিবুর জামান রাকিব প্রমুখ।

 মতবিনিময় সভা শেষে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে ১২০ দুস্থ পরিবারকে কম্বল প্রদান করা হয়।৷

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow