কালিগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার বর্ণাঢ্য উদ্বোধন

শিমুল হোসেন: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ স্লোগানে সাতক্ষীরার কালিগঞ্জে উদ্বোধন হলো তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা।
রোববার (২৫ মে) সকাল ১০টায় ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্ত¡রে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগার প্রাঙ্গনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।
তিনি বলেন, সবারই ভূমির সাথে এবটা গভীর সম্পর্ক রয়েছে। কারণ আমাদের শিকড় আমাদের ভূমির সাথে গ্রথিত রয়েছে। তাছাড়া ভূমি মানুষকে তার পরিচয় নিশ্চিতে সহায়তা করে। তিনি আরও বলেন, ভূমি সেবা ডিজিটালাইজেশন হয়েছে। যার যতটুকু জমি আছে তা একটি হোল্ডিং বা আইডিতে সংরক্ষিত করা হচ্ছে। বর্তমানে মোবাইলের মাধ্যমে ভূমি সংক্রান্ত সব তথ্য জানা যায়, নিজের জমির খাজনা নিজেই অনলাইন পেমেন্টের মাধ্যমে পরিশোধ করা যায়। এ ক্ষেত্রে অতিরিক্ত টাকা দেয়ার প্রয়োজন হয় না বা অতিরিক্ত টাকা নেয়ারও সুযোগ নেই। দীর্ঘদিন খাজনা না দিলে জমির স্বত্ত¡ নষ্ট হয়ে যেতে পারে এবং একটানা তিনবছর খাজনা জমি খাস হওয়ার ঝুঁকি থাকে। ভূমি উন্নয়ন কর নিয়মিত পরিশোধের মাধ্যমে তিনি জমির মালিকানা সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। এ সময় তিনি ভূমি সংক্রান্ত সেবা নিতে আসা মানুষকে যথাযথভাবে সেবা দেয়ার জন্য সকল ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে প্রমুখ।
২৫, ২৬ ও ২৭ মে তিন দিনব্যাপী ভূমি মেলায় উপজেলার ৮ টি ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস পৃথক নয়টি ক্যাম্প স্থাপন করেছে। এখানে সকল মানুষ খুব সহজেই ভূমিসেবা পাবেন। ভূমি মেলা উপলক্ষে সোমবার শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ^াস। এ সময় তিনি উপজেলা ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম, খাসজমি, অর্পিত সম্পত্তি, ইজারা প্রদান সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
ভূমি মেলা উপলক্ষে র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নুরুল ইসলাম, রেজাউল ইসলাম, জালাল আহম্মেদ, ফয়েজ আহম্মেদ, আব্দুর রহমান, সুধীন দাশসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারি, ভূমি মালিক, গণমাধ্যম কর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






