কালিগঞ্জের নলতায় এক কিশোরকে জবাই ও কুপিয়ে হত্যার চেষ্টা

Mar 11, 2025 - 22:50
Mar 12, 2025 - 12:57
 0  88
কালিগঞ্জের নলতায় এক কিশোরকে জবাই ও কুপিয়ে হত্যার চেষ্টা
হামলাকারী আশরাফুল ইসলাম অমিত (১৯)

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সাইফুল ইসলাম ওরফে সামাদ (১৭) নামে এক কিশোরকে জবাই ও কুপিয়ে হত্যার চেষ্টাকালে জনতার ধাওয়ায় পালিয়ে গেছে মাদকাসক্ত যুবক আশরাফুল ইসলাম অমিত (১৯)।

মঙ্গলবার (১১মার্চ) রাত ৭টার দিকে উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদ্রসার সামনে এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ইন্দ্রনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া মাদ্রাসা সংলগ্ন মসজিদে ইফতার ও মাগরিবের নামাজ শেষে বের হলে একই গ্রামের রেজাউল পাড়ের ছেলে মাদকাসক্ত আশরাফুল ইসলাম অমিত তাকে ছুরি দিয়ে জবাই করে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। রক্তাক্ত জখম হওয়া সাইফুল ইসলামের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে আশরাফুল ইসলাম অমিত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা সাইফুল ইসলামকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারী যুবকের মাকে আটক করে থানায় নিয়ে আসে। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই নারীকে ছেড়ে দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow