কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Feb 4, 2025 - 23:42
 0  11
কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে গার্ড অব অনার প্রদান

এসএম গোলাম ফারুক: সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান (৭১) আর নেই। মঙ্গলবার রাত ২টার দিকে ঢাকা পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মরহুম কানাই কারিকরের ছেলে মুজিবুর রহমান গত কয়েক মাস যাবত ফুসফুসে ক্যান্সার ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

 মঙ্গলবার (৪ফেব্রুয়ারী) বাদ আসর কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরবর্তীতে জানাজা নামাজ শেষে শিবপুর জামে মসজিদ ঈদগাহ সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস,এম শাহাদাত হোসেন, রতনপুর ইউনিয়ন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এশার আলীসহ জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow