কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া

বিশেষ প্রতিনিধি: সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান মঙ্গলবার (১৮মার্চ) বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ মনিরুজ্জামান মনু, সহকারী শিক্ষক শাহিনুর রহমান, রাহুল কুমার মিস্ত্রী, আব্দুলাহ আল হাসান, মিজানুর রহমান, রওনাকুজ্জামান রুমি, সৈয়দ মোমেনুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে ৫টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। সহকারী শিক্ষক আব্দুল আলিমের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ, শেখ রোকনুজ্জামান, শেখ আহসানুল আলম লাভলু প্রমুখ। সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে ১৪০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
What's Your Reaction?






