সৈয়দপুরে শীতার্তদের মাঝে উপদেষ্টা সজিব ভুঁইয়ার পাঠানো শীতবস্ত্র বিতরণ

Jan 23, 2025 - 18:52
Jan 23, 2025 - 18:56
 0  4
সৈয়দপুরে শীতার্তদের মাঝে উপদেষ্টা সজিব ভুঁইয়ার পাঠানো শীতবস্ত্র বিতরণ

সৈয়দপুর জেলা প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ থেকে পাঠানো সৈয়দপুর পৌর এলাকার ১৫ টি ওয়ার্ডে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে পৌর এলাকার কার্যক্রম শেষ করা হয়। শহরের বিমানবন্দর সড়কের জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে তিন শতাধিক নারী পুরুষের মাঝে বিতরণ করা হয় ওইসব শীতবস্ত্র।

 সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রমে সহযোগিতা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সৈয়দপুরের নেতৃবৃন্দ। এরআগে গত ২২ জানুয়ারী কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ৪,৫ ও ৬ নং ওয়ার্ড এবং সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে ১৩,১৪ ও ১৫ নং এবং ২১ জানুয়ারি ফিদা আলী মিলনায়তন মাঠে ১,২ ও ৩ নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ওইদিনই সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের শীতার্তদের মাঝে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার পাঠানো শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

 পৌর এলাকায় ধারাবাহিক শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. নুর- ই- আলম- সিদ্দিকী, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

 এ সময় উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণে সহযোগিতা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি একরামুল হক, প্রিন্স, সোহেব, জিদান, তৌহিদ, এহতেসামুল হক সানি, জিসান, আসিফ, জাবেদ, আবির, তাহা,রিয়াল, সিমরান, নাদিম, কাফি প্রমুখ।

এ ব্যাপারে জানতে চাইলে ছাত্র প্রতিনিধি এহতেশামুল হক সানি বলেন, সৈয়দপুরে অসহায় শীতার্ত মানুষজনের পাশে দাড়াতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া দুই হাজার শীতবস্ত্র পাঠিয়েছেন। এরমধ্যে পৌর এলাকার ১৫ টি ওয়ার্ডের জন্য এক হাজার ৫০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাঁচটি ইউনিয়নের জন্য বরাদ্দ ৫০০ শীতবস্ত্র পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow