কালিগঞ্জে শিক্ষক এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষক এসোসিয়েশনের ইফতার মাহফিল শনিবার (২২ মার্চ) বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে।
সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষক এসোসিয়েশনের আহবায়ক শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জজকোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার।
শিক্ষক এসোসিয়েশনের সদস্য সচিব এটিএম শরিফুল আজাদের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল হাসান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, কলেজ শিক্ষক প্রতিনিধি শফিক আহমেদ দবির, মাধ্যমিক স্কুল পর্যায়ের প্রতিনিধি মোস্তাক হোসেন, মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি হোসেন আলী, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি জহুরুল ইসলাম জহির প্রমুখ।
এ সময় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম আহম্মেদ, কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম, কুশুলিয়া বিএনপির সাবেক আহবায়ক এস এম হাফিজুর রহমান বাবুসহ শিক্ষক এসোসিয়েশনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






