কালিগঞ্জের নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা

Mar 23, 2025 - 00:58
 0  10
কালিগঞ্জের নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় সিয়াম ও যাকাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২মার্চ) বেলা ২টায় নলতা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নলতা ইউনিয়ন শাখা এ আলোচনা সভার আয়োজন করে।

নলতা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা আগরদাড়ী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসার।

আলোচনা সভায় দারসুল কোরআন পেশ করেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম।

বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী ও সাতক্ষীরা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারী সহকারী অধ্যাপক মোশারফ হোসাইন চৌধুরী, কালিগঞ্জ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কালিগঞ্জ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি গাজী মিজানুর রহমান, নলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান সেলিম, নলতা ইউনিয়নের জামায়াতের আমীর আকবার হোসেন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow