কালিগঞ্জের নলতায় আইএইচটি ক্যাম্পাসে ঢুকে দুই শিক্ষার্থীর উপর হামলা, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

May 12, 2025 - 22:28
Aug 18, 2025 - 02:27
 0  64
কালিগঞ্জের নলতায় আইএইচটি ক্যাম্পাসে ঢুকে দুই শিক্ষার্থীর উপর হামলা, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক
ছাত্রলীগ কর্মী উমায়ের রহমান (২৪)

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় অবস্থিত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আই.এইচ.টি) ক্যাম্পাসে প্রবেশ করে দুই শিক্ষার্থীর উপর হামলার সময় উমায়ের রহমান (২৪) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) বেলা দেড়টার দিকে নলতা আইএইচটি ক্যাম্পাসে এ হামলা এবং আটকের ঘটনা ঘটে।
আটক উমায়ের রহমান শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের কাশিমাড়ি গ্রামের বাবলু রহমানের ছেলে ও নলতা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ছয় বছরের বহিষ্কৃত ছাত্র।

হামলার শিকার আশাশুনি উপজেলার রামনগর গ্রামের মোস্তফা কামালের ছেলে মাহফুজুর রহমান (২২) এর দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, হামলাকারী উমায়ের রহমান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। ২০২৪ সালের ২১ আগস্ট নলতা আইএইচটি ক্যাম্পাসে সস্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার কারণে কর্তৃপক্ষ তাকে ছয় বছরের জন্য বহিষ্কার ও ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে। সোমবার দুপুর দেড়টার দিকে উমায়ের রহমান ক্যাম্পাসে প্রবেশ করে কয়েকজন শিক্ষার্থীকে হুমকি ধামকি ও গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করলে লাঠি দিয়ে তাকে মারধর করতে থাকে। এ সময় তাকে রক্ষা করতে সহপাঠি অজিত দাশ (২০) এগিয়ে আসলে তাকেও মারধর করে জখম করে সে। হামলায় আহত দু’জন মাটিতে লুটিয়ে পড়লে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা দ্রুত এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং হামলাকারী উমায়ের রহমানকে আটক করে কালিগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow