কালিগঞ্জের নলতায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের যুব বিভাগের র‌্যালি

Mar 1, 2025 - 21:19
 0  7
কালিগঞ্জের নলতায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের যুব বিভাগের র‌্যালি

বিশেষ প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা বজায় রাখতে সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের নলতা শাখার আয়োজনে শনিবার বিকেল ৫টায় নলতা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আকবর হোসাইনের নেতৃত্বে ঘোড়াপোতা মসজিদের সামনে থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো এবং রমজানের পবিত্রতা রক্ষার জন্য ব্যানার ও প্লাকার্ড প্রদর্শন করা হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নলতা ইউনিয়ন শাখার সেক্রেটারি কাজী হাবিবুর রহমানের সঞ্চালনায় নলতা ইউনিয়ন আমির মাস্টার আকবর হোসাইন বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। রমজান দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। সকল অশ্লীলতা থেকে মুক্ত থাকতে হবে। 

এসময় কালিগঞ্জ উপজেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য ডাক্তার আব্দুল আজিজ, নলতা ইউনিয়ন নায়েবে আমির রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নলতা ইউনিয়ন সভাপতি রফিক হাসান, মাওলানা মহিবুল্লাহ, ৬নং ওয়ার্ড সভাপতি মোতাসিম বিল্লাহ তাসুম, মামুন বিল্লাহ, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রেজা, জামায়াত নেতা মুজিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ে দ্বায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow