শ্যামনগরে বহুল আলোচিত মৎস্য প্রজেক্ট অবৈধ দখল মুক্ত, কোটি টাকার মাছ লুটপাট!

Aug 18, 2025 - 23:59
Aug 19, 2025 - 00:03
 0  12
শ্যামনগরে বহুল আলোচিত মৎস্য প্রজেক্ট অবৈধ দখল মুক্ত, কোটি টাকার  মাছ লুটপাট!
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জের প্যান্ডামিক ফিসারিজ লিঃ এর ১ হাজার বিঘার অধিক জমির উপর প্রতিষ্ঠিত মৎস‍্য প্রজেক্টে দীর্ঘ ১ মাস মাছ ধরা ও লুটপাটের পর সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভাড়াটে সন্ত্রাসীরা অবৈধ দখল ছেড়ে চলে গেছে।

প‍্যান্ডামিক ফিসারিজ লিঃ শ্রমিক কর্মচারীগন ১৬/৮/২৫ তারিখে প্রজেক্টের দখল নিয়ে কার্যক্রম পুনরায় শুরু করেছে।

প্রজেক্টের চেয়ারম্যান এ, এম, সাইদুর রহমান জানান, মুন্সীগঞ্জের সাবেক চেয়ারম্যান নব্য আওয়ামীলীগ কাশেম মোড়ল ও তার সহযোগী চাঁদাবাজ চক্র এবং ভাড়াটিয়া সন্ত্রাসীরা দীর্ঘ ১ মাস প্রজেক্টটি অবৈধ দখলে রেখে প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত প্যান্ডামিক ফিসারিজ লিঃ এর মৎস্য প্রজেক্ট অবৈধ দখলে নেয়। খামারে বিগত ১৬/৭/২৫ থেকে ১৬/৮/২৫ তারিখ পর্যন্ত প্রায় ১০/১২ কোটি টাকার মাছ ও সরঞ্জামাদি লুটপাট করার অভিযোগ উঠেছে । কাশেম মোড়ল ও তাঁর সহযোগী সন্ত্রাসীদের দাবী অনুযায়ী ৩ কোটি টাকা চাঁদা না দেওয়ায় তারা ১৬/৭/২৫ তারিখ থেকে বারবার হামলা চালিয়ে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরে ১০০০ বিঘা জমির প্রজেক্টে বেদখল করে এক মাস ধরে নিরাপদে মাছ লুটপাট করে। প‍্যান্ডামিক ফিসারিজ লিঃ তিন শতাধিক ভূমি মালিকের কাছ থেকে ২৮৫ একর ভূমি ১৫ বছরের (৩১ জুলাই ২০২০ থেকে ৩০ জুলাই ২০৩৫ পর্যন্ত) লীজ নিয়ে সম্পাদিত লীজ চুক্তির শর্তানুযায়ী নিয়মিত লীজের টাকা পরিশোধ করে ২০২০ সালের ৩১ জুলাই থেকে শান্তিপূর্ণভাবে মৎস চাষে ভোগ দখলকার হিসেবে প্রজেক্ট কার্যক্রম চলমান রেখেছিল। কিন্তু ৩ কোটি টাকা চাঁদা না দেয়ায় বিগত ১৬/৭/২৫ তারিখ থেকে ১৯/৭/২৫ তারিখ পর্যন্ত দফায় দফায় হামলা চালিয়ে প্রজেক্ট জোর করে একমাস ধরে মাছ লুটপাট করে। হামলা ও জবর দখল লুটপাট ঘটনায় খামারের ভাংচুরসহ উৎপাদিত ও প্রতিপালিত ও ধৃত উপযোগি প্রায় ১২ কোটি টাকার মৎস্য লুটপাট ও তছনছ করা হয়। এ সময় সেনাবাহিনী ৩ বার এবং পুলিশ ৪ বার ঘটনাস্থলে যেয়েও লুটপাট থামাতে পারেনি। এ সময় শ‍্যামনগর থানায় ফৌজদারী মামলা হয় যার নং ২৪/২১১। মামলা হওয়ার পরও ১৫/৮/২৫ তারিখ পর্যন্ত মাছ লুটপাট অব্যাহত ছিল। মামলার আসামি ও ভাড়াটিয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়নি বা কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তারা মৎস‍্য খামারে ১৫/৮/২৫ তারিখ পর্যন্ত এক মাস মৎস‍্য খামারে অবস্থান করে নির্বিঘ্নে লুটপাট করে এবং খামারের মাছ নিঃশেষ করে ১৬/৮/২৫ তারিখ খামার থেকে চলে যায়। মৎস খামারে বাববার হামলা এবং লুটপাট ঘটনার বিষয়ে একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় খবর প্রকাশিত হয়। মুন্সিগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়লের চক্রান্তে মরহুম আবদুস ছাত্তার মোড়লের পুত্র সালাউদ্দিন শাওন এবং তাদের সহযোগি  চক্র ৩ কোটি টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকার দিতে ব্যর্থ হওয়ায়  মালিকেদের ভুল বুঝিয়ে এবং ভয় দেখিয়ে বিভিন্নভাবে প্রভাবিত করতে থাকে এবং মৎস্য খামারটি দখলের পাঁয়তারার অপতৎপরতা/অপচেষ্টায় বর্ণনা দিয়ে বিভিন্ন খবরের কাগজে একের পর এক অনেক প্রতিবেদন/খবর প্রকাশিত হয়। যার শিরোনাম ছিল "শ্যামনগরে প্যান্ডামিক ফিসারিজের মৎস প্রজেক্ট দখলের অপচেষ্টা"। রাজনৈতিক প্রভাবের প্রেক্ষিতে রাজনৈতিক পরিচয়ের দোহাই দিয়ে চয়ন মৎস প্রজেক্টটি অবৈধভাবে দখল নিতে অপচেষ্টা করছে পূর্বেই খবর প্রকাশিত হয়েছিল। মৎস্য খামার দখল করা করা হবে। কেউ ঠেকাতে পারবেনা বলেও হুমকি প্রদান করতে থাকে। প্যান্ডামিক ফিসারিজ লিঃ এর পক্ষে ২য় যুগ্ম জেলা জজ আদালতে দায়েরকৃত দেং ৭৫/২০২৫ দায়ের করে। এ মামলার কারন দর্শনো নিদের্শনা উপেক্ষা করে মৎস‍্য খামারটি জবরদখল করে এবং লুটপাট করে। এ মামলার কাশেম মোড়ল অন‍্যান‍্য বিবাদী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে ৭/৮/২০২৫ তারিখে লিখিত আপত্তি দাখিল করে স্বীকার করেন যে, সাতক্ষীরা পৌর মেয়রের ভাই মোঃ তাহমিদ আহমেদ (চয়ন) এবং এ এম এম সালাউদ্দিন (শাওন) একত্রে প‍্যান্ডামিক ফিসারিজের লীজ ডিডকৃত এবং প্রতিষ্ঠিত মৎস খামার ভুক্ত সম্পত্তিসহ প্রায় ৩৫০ একর ভূমি ৬/৪/২৫ ও ৯/৪/২৫ তারিখে লীজ ডিড নিয়ে শাওন ফিস প্রোডাক্ট লিঃ এর পরিবর্তে সাতক্ষীরা ফিসারিজ লিঃ নামকরণ করছে বলে লিখিত আপত্তিতে উল্লেখ করেছে। মালিকেদের ভুল বুঝিয়ে এবং ভয় দেখিয়ে বিভিন্নভাবে প্রভাবিত করে ১ জুলাই ২০২৫ থেকে ২০৩০ পর্যন্ত ৫ বছর মেয়াদি অবৈধ, অকার্যকর ও প্রতারনামূলক লীজ ডিড সৃজন করে মৎস্য খামারটি দখলের অপচেষ্টা করছিল এবং এ পর্যায়ে প‍্যান্ডামিক ফিসারিজ থেকে প্রতারণামূলক কাগজপত্র তৈরী মৎস‍্য খামার দখলের অপচেষ্টা রোধের জন‍্য কাশেম মোড়ল, শাওন অন‍্যান‍্যদের ওসি, উপজেলা নির্বাহী অফিসার, শ‍্যামনগর, এসপি ও ডিসি সাতক্ষীরা বরাবর অভিযোগ দিয়ে কোন প্রতিকার না পেয়ে অবশেষে মৎস্য খামারটি সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী এবং তার ভাই মোঃ তাহমিদ সাহেদ চয়নের পৃষ্ঠপোষকতায় এবং শ্যামনগর উপজেলার যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলুর নেতৃত্বে মৎস্য খামারটি দখলের ঘটনার অভিযোগ উঠে। অবশ্য তারা অবৈধ দখলের বিষয়ে অস্বীকার করেন। বিগত১৬/৭/২৫ থেকে ১৬/৮/২৫ তারিখ পর্যন্ত গুন্ডাবাহিনী দ্বারা প্রজেক্ট দখলে রেখে মাছ লুটপাট করে আবুল কাশেম মোড়ল ও তার সহযোগীরা প্রজেক্ট ছেড়ে চলে যাওয়ায় প্যান্ডামিক ফিসারিজ লিঃ শ্রমিক কর্মচারীগন প্রজেক্ট ফিরে পেলে দখলে যায়।

এ বিষয়ে যথাযথ তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow