কালিগঞ্জের নলতা ও ভাড়াশিমলা ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন সম্পন্ন

মো. জাহাঙ্গীর আলম : সাতক্ষীরার কালিগঞ্জের ৬নং নলতা ও ৮নং ভাড়াশিমলা ইউনিয়নের সকল ওয়ার্ডে বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বেলা ৩টা থেকে নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্রে ৪ টি ওয়ার্ড এবং কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ টি ওয়ার্ডে গোপন ব্যালটের মাধ্যমে কাউন্সিলরদের ভোটগ্রহণ শুরু হয়। এর আগে ৮নং ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ১নং ওয়ার্ডে সভাপতি পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন মোঃ এলাহী বক্স সরদার এবং নির্বাচনের মাধ্যমে রমজান আলী সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২নং ওয়ার্ডে মোঃ মুকুল হোসেন সভাপতি, মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক ও ইসতেখার উল আলম রিপন সাংগঠনিক সম্পাদক। ৩নং ওয়ার্ডে মোঃ আবু নুরুজ্জামান সভাপতি, মোঃ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক ও মোঃ আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক। ৪নং ওয়ার্ডে মোঃ মহিবার রহমান সভাপতি, মোঃ গোলাম কবির সাধারণ সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও মোঃ গোলাম রব্বানী সাংগঠনিক সম্পাদক। ৫নং ওয়ার্ডে মোঃ শফিকুল ইসলাম সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মোঃ রুহুল কুদ্দুস সাধারণ সম্পাদক ও মোঃ গোলাম রসুল সাংগঠনিক সম্পাদক। ৬নং ওয়ার্ডে মোঃ আব্দুস সবুর গাজী সভাপতি, মোঃ রেজাউল ইসলাম সাধারণ সম্পাদক ও মোঃ আহম্মদ আলী সাংগঠনিক সম্পাদক। ৭নং ওয়ার্ডে আব্দুস সবুর খান সভাপতি, মোঃ হামিদুল ইসলাম সাধারণ সম্পাদক ও মোঃ আলতাফ হোসেন সাংগঠনিক সম্পাদক। ৮নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ জাহাঙ্গীর কবীর সভাপতি, মোঃ আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক ও মোঃ রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক এবং ৯নং ওয়ার্ডে মোঃ আবু তালেব সভাপতি, সোহরাব হোসেন সাধারণ সম্পাদক ও মোঃ মুকুল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া ভাড়াশিমলা ইউনিয়নের ১নং ওয়ার্ডে হাজী ময়নুদ্দীন সরদার সভাপতি, মোঃ শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক ও শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক। ২নং ওয়ার্ডে হাবিবুর রহমান সভাপতি, সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক ও হাফিজুর রহমান সাংগঠনিক সম্পাদক। ৩নং ওয়ার্ডে গাজী জাহাঙ্গীর সভাপতি, আব্দুর রহমান খোকন সাধারণ সম্পাদক ও গোলাম মোস্তফা সাংগঠনিক সম্পাদক। ৪নং ওয়ার্ডে মহাসীন আলী সভাপতি, আমির আলী সাধারণ সম্পাদক ও আব্দুল খলিল সাংগঠনিক সম্পাদক। ৫নং ওয়ার্ডে আব্দুল মান্নান সভাপতি, আব্দুল জলিল সাধারণ সম্পাদক ও বাবুল হোসেন সাংগঠনিক সম্পাদক। ৬নং ওয়ার্ডে হাজী আকরাম হোসেন সভাপতি, খলিল বিশ^াস সাধারণ সম্পাদক ও শেখ সালাউদ্দীন সাংগঠনিক সম্পাদক। ৭নং ওয়ার্ডে জয়নাল আবেদীন সভাপতি, শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক ও আব্দুল আজিজ সাধারণ সম্পাদক। ৮নং ওয়ার্ডে রজব আলী সভাপতি, ফিরোজ হোসেন সাধারণ সম্পাদক ও ফারুক হোসেন সাংগঠনিক সম্পাদক এবং ৯নং ওয়ার্ডে মুনসুর আলী সভাপতি, আব্দুস সালাম সাধারণ সম্পাদক ও বিপ্লব হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনকালে ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন ও কাউন্সিলরদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও সাতক্ষীরা-৩ আসন এর নির্বাচন কমিশনার মাসুম বিল্লাহ শাহিন। এসময় জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহŸায়ক আক্তারুজ্জামান বাপ্পি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আহাদসহ জেলা ও উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও নলতা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রার্থী আজিজুর রহমান পাড়, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেন।
এ পর্যন্ত উপজেলার ১২ ইউনিয়নের মধ্যে ১১ ইউনিয়নের ওয়ার্ড বিএনপি’র কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে বিশেষ কারণে ধলবাড়িয়া ইউনিয়ন এর দু’টি ওয়ার্ডে নির্বাচন স্থগিত হওয়ায় সেখানে পরবর্তীতে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে এবং চাম্পাফুল ইউনিয়নে ওয়ার্ড কাউন্সিল নির্বাচন সাময়িক স্থগিত করা হয়েছে।
What's Your Reaction?






