সাতক্ষীরার কালিগঞ্জে নোংরা ডোবায় পড়ে প্রাণ গেল শিশুর

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে নোংরা ডোবার পানিতে পড়ে প্রাণ গেল রোহান (৩) নামে এক শিশুর।
শুক্রবার (১৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোহান শাহপুর গ্রামের মিজানুর রহমান গাজীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির উঠানে খেলা করার সময় পার্শ্ববর্তী নোংরা পানি জমে থাকা ডোবায় পড়ে যায় রোহান। কিছুক্ষণ পর রোহানকে ডোবার ভিতরে ভাসতে দেখে গ্রামডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক রাজিব সরদারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
একমাত্র সন্তানের মৃত্যুতে পিতা মাতা শোকাহত হয়ে পড়েছেন। এছাড়া পরিবার ও এলাকাবাসীর মাঝেও শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?






