সৈয়দপুরে ৬ শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিল শেখ সাদ গ্রুপ
নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে শেখ সাদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আলিম মিন্টু এর উদ্যোগে ৬ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে শহরের নতুন বাবুপাড়া পৌরসভা সড়কে আদিবা কনভেনশন সেন্টারে ওইসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
মাল্টিপারপার্স হাইরাইজ স্থাপনা শেখ সাদ কমপ্লেক্স ও আইএফএ রয়েল বেঙ্গল হোটেল লিমিটেডের সৌজন্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়োজক আলহাজ্ব শেখ আলিম মিন্টু।
বিশেষ অতিথি ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর পৌর শাখার সহ সভাপতি ইরফান আশরাফী। বক্তব্য রাখেন, আল ফারুক একাডেমির সহকারী শিক্ষক সাহাবাজ উদ্দীন সবুজ, হাফেজ সেলিম প্রমুখ। উরস্-এ খাজা গরীব নেওয়াজ (রা.) উপলক্ষে এই কম্বল বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক খালিদ আজম আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি নেজাম আশরাফী, সহ সাধারণ সম্পাদক পাপ্পু বখশী, আদিবা কনভেনশন সেন্টারের পরিচালক এস কে আলম, সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের ব্যবসায়ী দাদন খান।
What's Your Reaction?