বাগেরহাটে চলন্ত ট্রেন কেড়ে নিলো শিশু মরিয়মের প্রাণ

Jan 12, 2025 - 18:38
Jan 20, 2025 - 18:48
 0  3
বাগেরহাটে চলন্ত ট্রেন কেড়ে নিলো শিশু মরিয়মের প্রাণ
ট্রেনে কাটা পড়ে মারা গেল শিশু মরিয়ম

এ এইচ নানটু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় ট্রেনের নিচে পড়ে মরিয়ম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। খুলনা-মোংলা মহাসড়কের দিগরাজ রেল ক্রসিংয়ে রবিবার (১২ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দায়িত্বরত লাইনম্যান রেলগেইট না ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহতের স্বজন ও স্থানীয়দের।

নিহতের মা ফাতেমা বেগম বলেন, ২ সন্তানকে নিয়ে মোংলা থেকে যাত্রীবাহী বাসে করে বাগেরহাট যাওয়ার সময় দিগরাজের রেলক্রসিংয়ে গেলে খুলনা থেকে ছেড়ে আসা মোংলা কমিউটার নামে ট্রেনটি দ্রুত গতিতে রেলক্রসিং পার হচ্ছিল। তখন যাত্রীবাহী বাস থেকে দ্রুত নামতে গিয়ে তার কোল থেকে শিশু মরিয়ম ছিটকে ট্রেনের নিচে পড়েযায়। স্থানীয়রা দৌড়ে এসে ট্রেনটি চলে গেলে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. শামিম হাসান বলেন শিশুটি এখানে আসার আগেই মারা গেছে।

 দিগরাজের রেলক্রসিংয়ে দায়িত্বে থাকা গেটম্যান শাহিনের অবহেলায় তার বিচার দাবিতে বিক্ষোভ করেন বিক্ষুদ্ধ জনতা। খুলনা-মোংলা মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেয় তারা। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেঈ সড়ক খুলে দেয়।

মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, এ ঘটনায় মামলা গ্রহণের প্রস্তুতি চলছে এবং গেটম্যান শাহিনের অবহেলার বিরুদ্ধে রেল পুলিশ ব্যাবস্থা নিবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow