জামায়াতের উদ্যোগে কালিগঞ্জ ও দেবহাটার শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার ১০২টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮মার্চ) বিকেল সাড়ে ৩টায় কালিগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে পবিত্র রমজান উপলক্ষে মুসলিম এইড এর সহায়তায় রমাদান ফুড প্রোগ্রাম-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, উপজেলা সহকারী (ভূমি) অমিত কুমার বিশ্বাস প্রমুখ।
এ সময় উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা আফতাব উদ্দীন, মাওলানা আব্দুস সামাদ, আব্দুল মোমেন, উপজেলা যুববিভাগের সেক্রেটারী ইউপি সদস্য জামাল ফারুকসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেজে ১০কেজি চাল, ২কেজি করে আলু, পেয়াজ, ছোলা, লবণ, ১কেজি করে চিনি, খেজুর, মসুর ডাল, আধাকেজি রসুন ও ১লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।
What's Your Reaction?






