আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫

বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেনের নেতৃত্বে এসআই মোঃ সাখাওয়াত হোসেন, রাজীব মন্ডল, মোঃ নাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা কালে ৭(০৮)২৪ নং মামলার তদন্তে প্রাপ্ত আসামী খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক গদাইপুর গ্রামের মৃত দাউদ আলী মোল্যার ছেলে সিরাজুল ইসলাম মোল্যা (৫১), ৮(০২)২৫ এর আসামী উত্তর গোদাড়া গ্রামের মৃত: বক্স কারিকর এর ছেলে হামিজউদ্দীন কারিকর (৬৫), রফিকুল ইসলাম (৩২), মফেজ উদ্দীন মজু কারিকর এর ছেলে রবিউল ইসলাম (৪০), পোঃ শোভনালী এবং ফৌঃ কাঃ বিঃ ১৫১ এর আসামী কাকড়াবুনিয়া গ্রামের মৃত আলী হোসেন সানার ছেলে মোঃ আব্দুল আল মামুন (৩৫)কে ভিন্ন স্থান থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের সোমবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?






