কালিগঞ্জের তারালী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের তারালী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বিদ্য়ালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
তারালী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য স.ম আরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হাসান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুমার মন্ডল, দশম শ্রেণির শিক্ষার্থী রিফাত ও জাকিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতে সাবেক আমীর ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিএম আব্দুল গফফার, কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ বিল্লাহ, তারালী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর বিশ্বাস, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনজিত কুমার ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ^নাথ ঘোষ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা লিয়াকত আলী।
তারালী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে ৬০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আরিফুজ্জামান রাজু।
What's Your Reaction?






