কালিগঞ্জে কেয়ার ফর ওম্যান প্রকল্পের অবহিতকরণ সভা

Feb 25, 2025 - 18:57
 0  9
কালিগঞ্জে কেয়ার ফর ওম্যান প্রকল্পের অবহিতকরণ সভা

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে কেয়ার ফর ওম্যান প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় সুশীলন এর হলরুমে আভাস, বিন্দু নারী উন্নয়ন সংগঠন, কোষ্ট ফাউন্ডেশন ও ষ্ট্রীট চাইল্ড এর বাস্তবায়নে বিল এন্ড মেলিন্ডা গেটস্ ফাউন্ডেশন'র অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিকুল ইসলাম বাবু, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ডক্টর মিজানুর রহমান, সহ-সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ও নবযুগ শিক্ষা সোপানের সহকারী শিক্ষক আফজাল হোসেন, কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রাম প্রসাদ ঘোষ, উপজেলা সিপিপি এর ডেপুটি টিম লিডার শেখ পারভেজ ইসলাম, রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য আরাফাত আলী, সদস্য শের আলী, মৃত্তিকা সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সালাম, মিডা সংস্থার নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাশ, কুশুলিয়া ইউপি'র প্যানেল চেয়ারম্যান শেখ খায়রুল আলম, ভাড়াশিমলা ইউপি সদস্য আব্দুল খালেক, তারালী ইউপি সদস্য দেব প্রসাদ মন্ডল, চাম্পাফুল ইউপি'র প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা স্বপ্না খাতুন, মহিলা বিষয়ক অফিসের আকতারুর রহমান, প্রাণিসম্পদ অফিসের সুকান্ত দাশ, তারালী ইউপি'র সিপিপি টিম লিডার শরিফুজ্জামানসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ। প্রজেক্ট অফিসার শাহিনুর ইসলামের সঞ্চালনায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্যে, কার্যক্রম, বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করেন প্রজেক্ট ম্যানেজার এনামুল হক।

এ সময় মিল অফিসার নাছরিন খানম, কোষ্টের অ্যাডভোকেসি এন্ড কর্ডিনেটর এমডি ইউনুস, আভাসের জেন্ডার এন্ড সেইফ গার্ডিং অফিসার ক্রিষ্টিনা হিয়ারা বরই ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow