কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও নবীনবরণ

Feb 28, 2025 - 21:08
 0  4
কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও নবীনবরণ

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান এবং ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। নলতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃহস্পতিবার সকাল ১০টায় এ বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান শিক্ষক আব্দুল মোনায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক শেখ আকছেদুর রহমান।

সহকারী শিক্ষক পরিতোষ কুমার ও মাহবুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুহিত, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, আহ্ছান কবির, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে আবরার জাহিন ও মাহা সাকিব, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে উম্মে কুলসুম তাওসিন প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা আনোয়ারুল ইসলাম। বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারি, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow