কালিগঞ্জে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে ব্যবসায়ীর জেল-জরিমানা

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সরকারি জায়গায় অবৈধ নির্মাণ কার্যক্রম পরিচালনার অভিযোগে রাব্বী হোসেন তুহিন (৩৩) নামে এক ব্যবসায়ীকে জরিমানা ও ১০ দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার রতনপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন।
অভিযুক্ত ব্যবসায়ী রাব্বী হোসেন তুহিন উপজেলার রতনপুর ইউনিয়নের মহিষকুড় গ্রামের শেখ মতিয়ার রহমানের ছেলে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, রতনপুর বাজারে সরকারি জায়গায় নির্মিত দোকানঘরে অবৈধভাবে ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ওই বাজারের মুদি ব্যবসায়ী রাব্বী হোসেন তুহিন। বিষয়টি জানতে পেরে শুক্রবার রাত ১০ টার দিকে ঘটনাস্থলে যেয়ে বিষয়টির সত্যতা পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।
এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ছাদ নির্মাণের অভিযোগে ব্যবসায়ী রাব্বী হোসেন তুহিনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১০ দিনের জেল ও নগদ ২শ' টাকা জরিমানা করেন।
এছাড়া ছাদ ঢালাইয়ের জন্য আনা রড, সিমেন্ট ও অন্যান্য সামগ্রী রতনপুর বাজার কমিটির নেতৃবৃন্দের জিম্মায় রাখার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
What's Your Reaction?






