কালিগঞ্জে সেনা অভিযানে বিভিন্ন অস্ত্র ও গাঁজাসহ দুই ভাই আটক

Apr 19, 2025 - 23:19
 0  7
কালিগঞ্জে সেনা অভিযানে বিভিন্ন অস্ত্র ও গাঁজাসহ দুই ভাই আটক
সেনাবাহিনীর অভিযানে আটক মাসুম বিল্লাহ (২৮) ও মামুন ইসলাম (২৫)

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে গাঁজা ও বিভিন্ন অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের নেতৃত্ব প্রদানকারী দুই ভাইকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বাজাগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, উপজেলার কুশলিয়া ইউনিয়নের বাজারগ্রাম গ্রামের সালাউদ্দীন গাজীর ছেলে মাসুম বিল্লাহ (২৮) ও মামুন ইসলাম (২৫)। 

পাউখালী সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, মাসুম বিল্লাহ ও তার ভাই মামুন ইসলাম দীর্ঘদিন যাবত কিশোর গ্যাং এর নেতৃত্ব দিয়ে আসছিল। কিশোর গ্যাংটি এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আসছে যা এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এমন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মাসুম বিল্লাহ ও মামুন ইসলামকে বাড়ি থেকে আটক করেন। এ সময় বাড়িতে তল্লাশী চালিয়ে ১০০ গ্রাম গাঁজা, ১টি এয়ারগান, একটি কুড়াল, ২টি রামদা, ৩টি দা ও ১টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow