বাগেরহাট পুলিশ লাইন স্কুলে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে ২৬ জানুয়ারি রবিবার সকালে বাগেরহাট পুলিশ লাইন স্কুল মাঠে পুনাকের সভানেত্রী শোভা আরিফ প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় তার সাথে জীবন সঙ্গী পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মোজাফফর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, বিদ্যালয়ের অধ্যক্ষসহ পুলিশ বিভাগের উদ্ধতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আসা অতিথিরা বর্তমান প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এবং পরিচিত করতে পিঠা উৎসব যথেষ্ট গুরুত্ব বহন করে এমনই বলছিলেন।
পিঠা উৎসবে সকাল থেকে সুসজ্জিত ৬ টি স্টলে গ্রাম বাংলার ঐতিহ্য অর্ধশত বিভিন্ন বাহারি পিঠা প্রদর্শন ও বিক্রয়ের জন্য রাখা হয়েছে। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে মুগ্ধ করে।
What's Your Reaction?