সৈয়দপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা

Jan 4, 2025 - 17:45
Jan 4, 2025 - 17:53
 0  5
সৈয়দপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা
সৈয়দপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভায় উপস্থিত নেতৃবৃন্দ-প্রতিনিধি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কাল্ব) সহযোগিতায় “ সমবায় গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৪ জানুয়ারি) সকালে শহরের নতুন বাবুপাড়াস্থ আদিবা কনভেনশন হলে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর ডিরেক্টর মো. জিল্লুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন নীলফামারী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ও নীলফামারী ক্লাস্টার কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম। সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারী মোহাম্মদ গোলাম মোস্তাকিম। সভায় বাজেট উপস্থাপনা করেন আয়োজক সংগঠনের ট্রেজাবার মো. আব্দুর রাজ্জাক রাজু। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ এর সহ -ব্যবস্থাপক ইমরান হোসেন, কিশোরগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ও রাঁধারাণী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নুরে আলম সিদ্দিকী, নীলফামারীর কাজী আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী দৌলত হোসেন, সৈয়দপুর কামারপুকুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক লোকমান হাকিম লিটন, সৈয়দপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজার রহমান ও সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক বিলকিছ বানু প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow