ডুমুরিয়ার কৃতী সন্তান রাবি'র সহযোগী অধ্যাপক ড.পুরঞ্জিত ট্রাকচাপায় নিহত
শেখ আব্দুস সালাম, ডুমুরিয়া (খুলনা): খুলনার ডুমুরিয়ার কৃতী সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.পুরঞ্জিত মহলদার (৪২) ট্রাকের চাপায় নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কন্যা মিথিলা আঘাত পেয়ে গুরতর আহত হয়েছে। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর মধ্যপাড়া এলাকার এক সম্ভ্রন্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা প্রধান শিক্ষক (অবঃ) মদন মোহন মহালদারের ৭ সন্তানের মধ্যে কনিষ্ঠ পুত্র ছিলেন তিনি। পারিবারিক সুত্র ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,অদম্য মেধাবী ড.পুরঞ্জিত মহালদার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বাংলা বিভাগে স্নাতক সম্মানসহ ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে নিয়োগ পান। চাকুরির সুবাধে পরিবার নিয়ে রাজশাহীতে বসবাস করতেন।প্রতিদিনের ন্যায় গত সোমবার বিকেলে তার একমাত্র কন্যা তৃতীয় শ্রেণির ছাত্রী মিথিলা মহলদারের স্কুল ছুটি শেষে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন।পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ভেঙেচুরে অন্তত ১৫ ফুট দুরত্বে ছিটকে রাস্তার উপর পড়ে যায়। এ সময় তার মাথা, মুখমন্ডল, বুক, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ভেঙেচুরে গিয়ে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ আহতকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৩ টার দিকে তাঁর করুন মৃত্যু হয়।
মঙ্গলবার শীততাপ নিয়ন্ত্রিত এ্যাম্বুলেন্স যোগে তাঁর মরদেহ খুলনার ডুমুরিয়ার রংপুর গ্রামের বাড়িতে পৌঁছালে নিকট আত্মীয় ও স্থানীয় হাজার হাজার অপেক্ষামান মানুষের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এ প্রসংগে রংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমরেশ মন্ডল, রংপুর কালীবাটি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হরিচাঁদ বিশ্বাস বলেন, ড.পুরঞ্জিত ছিলেন আমাদের এলাকার গর্ব। তিনি ছিলেন মেধাবী, সৎ বিনয়ী প্রকৃতির একজন আদর্শিক সর্বজন নন্দিত ব্যাক্তি । তাঁর মরদেহ এক নজর দেখতে বিভিন্ন শ্রেণির হাজার হাজার মানুষ সমাবেত হয়। এসময় তারা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
মঙ্গলবার রাত ১০ টার দিকে মরদেহ থুকড়া বিজলীঘাটা মহাশ্মশানে অন্তেষ্টিক্রিয়া সমপন্ন করা হয় ।
What's Your Reaction?