বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কৃষ্ণনগরে স্বেচ্ছাসেবক দলের দোয়া অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন এর ১ও২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় কৃষ্ণনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরাফাতুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল,তরুণ দলের জেলা সহ সভাপতি তাজুল হাসান সাদ, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, ইউনিয়ন বিএনপির সদস্য মাষ্টার আমিনুর রহমানসহ নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদ ও দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করেন মাওলানা আব্দুল হামিদ।
What's Your Reaction?