সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা

Dec 31, 2024 - 20:10
Jan 4, 2025 - 23:37
 0  6
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা
সচিবালয়

ন্যাশনাল ডেস্ক: বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ রিপোর্ট জমা দেয় তদন্ত কমিটি।

তদন্ত কমিটির রির্পোট অনুযায়ী, বিদ্যুতের দুর্বল সংযোগের জন্য সচিবালয়ে আগুন লেগেছে। এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তদন্ত কমিটির সদস্য বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালী।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিন জায়গার নমুনা সংগ্রহ করা হয় এবং বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

এর আগে ২৫ ডিসেম্বর মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। এরপর সেটি বাতিল করে ৮ সদস্যদের নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করা হয়।

এই কমিটিকে ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয় এবং যতদ্রুত সম্ভব পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়।

উল্লেখ্য, গত বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১টা ৫৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও, পরে আরও ১০টি ইউনিট যুক্ত করা হয়। এক পর্যায়ে ধোঁয়ায় ঢেকে যায় পুরো সচিবালয় এলাকা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, ২ প্লাটুন বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্য ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা নিয়োগ করা হয়। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow