সাতক্ষীরায় ইটভাটায় অভিযান, পাঁচ লাখ টাকা জরিমানা

Dec 31, 2024 - 20:19
Jan 9, 2025 - 19:30
 0  7
সাতক্ষীরায় ইটভাটায় অভিযান, পাঁচ লাখ টাকা জরিমানা
এম আর ব্রিকস

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা আইন লঙ্ঘনের দায়ে এক ইট ভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরার কাশেমপুর এলাকার এম আর ব্রিকসে এ অভিযান পরিচালিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাসের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস বলেন, সারা দেশের ন্যায় সাতক্ষীরাতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। আজ আমরা এম আর ব্রিকসে অভিযান পরিচালনা করেছি। এ সময় ইটভাটা কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ জন্য তাদের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘন করায় ১৪ ধারা মোতাবেক ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow