রামপালে বৃদ্ধের জমি আত্মসাতের চেষ্টা

Jan 3, 2025 - 18:23
Jan 3, 2025 - 18:25
 0  8
রামপালে বৃদ্ধের জমি আত্মসাতের চেষ্টা
বৃদ্ধের জমি আত্মসাতের চেষ্টার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে বাটোয়ারা মামলায় রায় পাওয়ার পরেও বৃদ্ধ ইয়াছিন সরদারের বাস্ত ভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরলেও প্রতিকার মিলছে না বলে অভিযোগ করেছেন তিনি। জানা গেছে, উপজেলার কুমলাই পবনতলা গ্রামের মৃত সরদার হাসেম আলীর ছেলে ইয়াছিন সরদারের সাথে একই গ্রামের সরদার ইউসুফ সরদার গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমির মালিকার অংশ ফিরে পেতে ইয়াছিন বাগেরহাটের দেওয়ানি আদালতে ১৪৩/০৯ নং একটি মামলা করেন। দীর্ঘ শোনানির পরে ইয়াছিন সরদারের পক্ষে রায় প্রদান করেন বাগেরহাটের বিজ্ঞ সহকারী জজ আদালতের বিচারক পলাশ কুমার দালাল। তিনি এসএ ১১৫ নং কুমলাই মৌজার হাল ৯১ নং ডিপি'র ৩২০ খতিয়ানের ৭৭৪, ৮৯৩, ৮৯৪, ৮১২ ও ৮৯১ নং দাগের মধ্যে মোট ২৬ শতাংশ জমি আপোষ বণ্টন মতে জমি ভোগদখলের নির্দেশ দেন। বৃদ্ধ ইয়াছিন বলেন আমার গাছপালা কেটে নিচ্ছে, আতাবেড়া কেটে আমাদের বেআবরু করার চেষ্টা করছে এবং জমি থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে প্রতিপক্ষ মানজুর। অভিযোগের বিষয়ে মানছুর ওরফে মানঞ্জুর সরদারের কাছে জানতে চাইলে তিনি উল্টো অভিযোগ করে বলেন, বিজ্ঞ আদালত ইয়াছিন সরদারকে দাগে দাগে জমি নেওয়ার রায় প্রদান করেছেন। তিনি আমাদের পারিবারিক কবরখানাসহ আমাদের জমি ভোগদখল করে রেখেছেন। এরপরে আমাদের নামে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানি করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow