সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কালিগঞ্জের নলতায় মানববন্ধন ও সমাবেশ

Aug 17, 2025 - 02:21
Aug 23, 2025 - 09:16
 0  8
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কালিগঞ্জের নলতায় মানববন্ধন ও সমাবেশ
নলতা শরীফ প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত সাংবাদিকদের একাংশ

মো. জাহাঙ্গীর আলম: গাজীপুরে 'দৈনিক প্রতিদিনের কাগজ' পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নলতা শরীফ প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করে।

নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ'র সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোল্লা আব্দুস সালাম, এসএম আরিজুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, নলতা শরীফ প্রেসক্লাবের মাওলানা আশরাফ হোসেন হোসেন, আবুল হোসেন, হারুন অর রশিদ, শিক্ষক মাহবুব রহমান, হাফিজুর রহমান প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা শুধু গণমাধ্যমের নয়, পুরো জাতির জন্য লজ্জাজনক। দ্রুত সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সকল সাংবাদিকের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কালিগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে সাংবাদিক তুহিন এর খুনীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow