বাগেরহাটের মোংলায় কৃষি খামার দখল করে ঘর নির্মাণের অভিযোগ
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: আদালতে মামলা চলমান থাকা সত্বেও মোংলায় দেশবন্ধু নামে একটি কৃষি খামার দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রাতারাতি দখল করা ওই খামারের ওপর প্রতিপক্ষ গ্রুপটি এরই মধ্যে সেখানে টিন দিয়ে ঘেরা ঘর নির্মাণ করছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ চিলা গ্রামে এই ঘটনায় চার জনকে আসামি করে মোংলা থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী হাফিজুর রহমান সবুজ।
অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার চিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে দক্ষিণ চিলা গ্রামে জমি ক্রয় করে দীর্ঘদিন সেখানে একটি কৃষি খামার করে আসছেন। কিন্তু পূর্ব থেকে সেই খামারের অর্ধেকটা দখলের জন্য প্রতিপক্ষ সিদ্দিক খাঁন, সোলাইমান খাঁন, হুমায়ুন খাঁন ও ফোরকান খাঁন চেষ্টা চালিয়ে আসে।
এ ব্যাপারে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মিমাংসা করে ব্যার্থ হয়ে শেষ তাদের বিরুদ্ধে আদালতে বাটোয়ারা মামলা (১৫০/২৪) ঠুকে দেন ভূক্তভোগী হাফিজুর রহমান। সেই মামলা চলমান থাকা অবস্থায় শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে তার কৃষি খামারের অর্ধেক জায়গা জবর দখল করে অজ্ঞাত কিছু লোকজন নিয়ে সিদ্দিক খাঁন, সোলাইমান খাঁন, হুমায়ুন খাঁন ও ফোরকান খাঁন টিন দিয়ে ঘেরা ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। এ ঘটনায় হাফিজুর রহমান বাঁধা দিলে তাকে নানা রকম হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত সোলাইমান খাঁনের দাবি, ' আমার জায়গায় আমি ঘর নির্মাণ করছি, কারও জায়গা দখল করিনি।
এ বিষয়ে মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান বলেন, 'আমি এখনও এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, যদি পাই তাহলে যেহেতু জমিজমা সংক্রান্ত বিষয় সেহেতু তাদেরকে আদালতের মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলবো।
What's Your Reaction?