নাটোরে পরীক্ষা বয়কটের পর অধ্যক্ষকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

Jan 19, 2025 - 18:04
 0  10
নাটোরে পরীক্ষা বয়কটের পর অধ্যক্ষকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পরীক্ষা বয়কট করে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্র্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে এবং পদত্যাগ দাবি করে। রোববার সকালে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল্লাহেল বাকি’র বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ তুলে বিক্ষোভ করে এবং ঘন্টাব্যাপী অবরুদ্ধ করে পদত্যাগ দাবি করে। পরে সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ-আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত অধ্যক্ষ আপাতত ১৫ দিনের ছুটি কাটাবেন বলে জানান সহকারী কমিশনার (ভূমি)। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বে থাকবেন সহকারী অধ্যাপক আব্দুল মতিন। কলেজের অনার্স রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইউসুফ আলী অনিক জানান, রোববার সকালে এইচএসসি ১ম বর্ষের বার্ষিক ও ২য় বর্ষের টেস্ট পরীক্ষা ছিলো। উভয় পরীক্ষার বিষয় ছিলো আইসিটি। ২য় বর্ষের টেস্ট পরীক্ষার ফি ছিলো ২৮০ টাকা। এক্ষেত্রে কলেজ আদায় করেছে ৫০০ টাকা। অবৈধভাবে এ টাকা আদায় করার প্রতিবাদে এবং একই সাথে অন্যান্য অনিয়ম ও দুর্নীতি অভিযোগ তুলে শতাধিক শিক্ষার্থী নির্ধারিত আইসিটি পরীক্ষা বয়কট করে বিক্ষোভ করে এবং এক পর্যায়ে অধ্যক্ষের কক্ষে গিয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ করে তাৎক্ষণিক পদত্যাগের দাবি করে। ঘন্টাব্যাপী শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে তাৎক্ষণিক পদত্যাগ পত্রে স্বাক্ষর করার জন্য চাপ দিতে থাকে। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম কলেজে উপস্থিত হয় এবং ছাত্রদের সাথে কথা বলেন। কলেজের অনার্স ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র মো. সালাউদ্দিন জানান, স্মাতক (পাস) পরীক্ষার ফরম ফিলাপের জন্য ১৩০০ টাকার পরিবর্তে ৩৩০০ টাকা আদায় করেছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া বিজ্ঞান ভবন সংস্কার, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানসহ কলেজের বিভিন্ন কাজে অধ্যক্ষ ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে আসছেন। যার ফলে শিক্ষার্থীরা এই অধ্যক্ষের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, অধ্যক্ষ মহোদয় আপাতত ১৫দিনের ছুটি নিয়েছেন। নির্ধারিত আইসিটি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। অধ্যক্ষ মহোদয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হবে এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা চাওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow