সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস করলো বিজিবি
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। রোববার (১৯ জানুয়ারি) সকালে বিজিবি-৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক জানান, ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারী হতে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সীমান্তে জব্দকৃত এসব মাদক বুলডোজার দিয়ে নষ্ট করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৪৫৬ বোতল ফেন্সিডিল, ১৭ হাজার ২১৮ বোতল মদ, ৭ হাজার ১০০ কেজি হেরোইন, ৩ লাখ ২৮ হাজার ৮৫৩ পিস ইয়াবা, ২৪ বোতল এলএসডি, ৪ হাজার ৫৫২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৪০ হাজার ৯০৭ পিস অনাগ্রা ট্যাবলেট, পাতার বিড়ি ও তামাক সহ অন্যান্য মাদক রয়েছে।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার মো: মেহেদী হাসান চৌধুরী, ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: মাসুদ রানা, সাতক্ষীরা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আরিফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক বিজয় কুমার মজুমদার প্রমুখ।
What's Your Reaction?