সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস করলো বিজিবি

Jan 19, 2025 - 17:05
Jan 19, 2025 - 17:06
 0  4
সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস করলো বিজিবি

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। রোববার (১৯ জানুয়ারি) সকালে বিজিবি-৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক জানান, ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারী হতে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সীমান্তে জব্দকৃত এসব মাদক বুলডোজার দিয়ে নষ্ট করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৪৫৬ বোতল ফেন্সিডিল, ১৭ হাজার ২১৮ বোতল মদ, ৭ হাজার ১০০ কেজি হেরোইন, ৩ লাখ ২৮ হাজার ৮৫৩ পিস ইয়াবা, ২৪ বোতল এলএসডি, ৪ হাজার ৫৫২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৪০ হাজার ৯০৭ পিস অনাগ্রা ট্যাবলেট, পাতার বিড়ি ও তামাক সহ অন্যান্য মাদক রয়েছে।

 মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার মো: মেহেদী হাসান চৌধুরী, ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো: মাসুদ রানা, সাতক্ষীরা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আরিফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক বিজয় কুমার মজুমদার প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow