আশাশুনি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ
বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনি সরকারি কলেজে তারুণ্যের উৎসব, মেলা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার ও বুধবার কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনু্ষ্ঠিত হয়।
বৃহস্পতিবার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কলেজ স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ ছহিলউদ্দিন। প্রভাষক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক কর্মচারী ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন।#
আশাশুনি ১নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন
আশাশুনি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। ডাঃ রাশিদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সমাজ সেবক হাফেজ আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ডাঃ রাশিদুজ্জামানকে সভাপতি, বিল্লাল হোসেন ও মোঃ মোনয়েম হোসেনকে সহ-সভাপতি, সাকিল আহম্মেদ সাধারন সম্পাদক, আকতারুজ্জামান সোহেল ও সাইদুল্লাহ সহ-সম্পাদক, আজিজুল ইসলাম বাবু বাইতুলমাল সম্পাদক ও মফিজুল ইসলামকে সহ বাইতুলমাল সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট যুব কমিটি গঠন করা হয়।
What's Your Reaction?