কালিগঞ্জের জাফরপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
আফজাল হোসেন: সাতক্ষীরার কালিগঞ্জের তারালী ইউনিয়নের জাফরপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১২ জানুয়ারী) সকাল ৮টায় জাফরপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তারালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, বিএনপি নেতা আব্দুল গফফার, তারালী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সিরাজুল ইসলাম, সেক্রেটারি রবিউল ইসলাম প্রমুখ।
এ সময় সমাজ কল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাফরপুর সমাজ কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠান থেকে ১শ' দুস্থ পরিবারকে শীতবস্ত্র প্রদান করা হয়।
What's Your Reaction?