কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

Mar 15, 2025 - 21:09
 0  43
কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ
কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান শনিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।

ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ প্রাঙ্গনে সাবেক বস্ত্রমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এম মনসুর আলীর সহোদর প্রবীণ বিএনপি নেতা শামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তার নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আমরা সাধারণ মানুষের সাথে ইফতার মাহফিল করছি। আমরা বিগত ১৭বছর বিভীষিকাময় জীবন কাটিয়েছি, অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি। হামলা ও মামলার শিকার হয়েছি। গত ৫ আগস্ট আল্লাহ তায়ালা সাতক্ষীরা ও সারা বাংলাদেশের মানুষকে শান্তিতে নি:শ্বাস নেয়ার সুযোগ করে দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতা বিগত ১৭বছর ভোট দিতে পারেনি। এখন প্রধান সংস্কার হলো মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেয়া। সুষ্ঠু ভোট গ্রহণের জন্য মূল সংষ্কার করে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা দল, বিএনপি জনগণের ভালবাসার দল। বিগত ফ্যাসিস্ট সরকারের মতো ভোট চুরি করে নয়, জনগণের ভোটে বিএনপি নির্বচিত হবে। আর যে দল জনগণের ভোটে সরকার গঠন করবে তারা ৫বছর ক্ষমতায় থাকবে, তারপর জনগণ না চাইলে তারা চলে যাবে। সকল চক্রান্ত থেকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে দল ও দেশের কল্যাণে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানান। 

উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাতক্ষীরা-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ড. মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, সাবেক যুগ্ম সম্পাদক শেখ নুরুজ্জামান প্রমুখ। 

অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow